Breaking News

বুধবার, ২৬ মার্চ, ২০১৪

ভিজুয়াল ব্যসিক ৬.০ ( অধ্যায়-2) সময় ও তারিখ দেখারপ্রোজেক্ট



আমরা আমাদের আগের টিউনে শিখেছিলাম ভিজুয়্যাল বেসিক এর পরিচয় এবং ছোট একটি প্রোজেক্ট Hellow . এখন আমরা ভিজুয়্যাল বেসিক এ আরেকটি প্রোজেক্ট করব । আমরা যে প্রোজেক্ট টি এখন করব সে প্রোজেক্ট করলে এবং রান করলে প্রোজেক্ট টি বলে দিবে আমাদের বতমান তারিখ এবং সময় ।

তাহলে শুরু করা যাক আমাদের ২য় প্রোজেক্ট ।

১ প্রথমে ভিজুয়্যাল বেসিক ওপেন করে Standard EXE এ ক্লিক করুন ।

২ টুল্বক্স থেকে Command Button এ ক্লিক করে ফর্ম একটি বাটন তৈরী করুন । এবং এইভাবে মোট চারটি বাটন তৈরী করুন ।নিচের মত করে ।

৩ যে চারটি বাটন তৈরী করেছেন তার প্রথমটি সিলেক্ট করে যেমন Command Button1 সিলেক্ট করে (ডাবল ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে ।) ডান দিকের প্রপার্টিজ উইন্ডো তে Name এ পাশে লেখুন cmdDate  এবং Caption  পাশে লেখুন

Object     Property     Setting
Command 1       Name,Caption     cmdDate,Date
Command 1       Name,Caption     cmdTime,Time
Command 1       Name,Caption     cmdClear,Clear
Command 1      Name,Caption     cmdExit,Exit


৪ আপনার প্রোজেক্ট টি আরো সুন্দর করার জন্য Form 1 এ আমরা লিখব MY project তারজন্য Form এর ভিতরে অন্য কোথাও ক্লিক করে সিলেক্ট করে Form এর প্রপার্টিজ Caption এর পাশে My project  লিখুন ।নিচের ছবির মত।
৫ সব কাজ ঠিক মত করলে ফর্ম টি দেখতে ঠিক এরকম হবে ।
৬ এখন আমাদের কোড লেখার পালা

আমাদের চারটি বাটন এর জন্য চার বার কোড লিখতে হবে

প্রথম বাটন Date  এর উপর ডাবল ক্লিক করলে কোড লেখার উইন্ডো আসবে ঠিক এ রকম

তারপর কোড টি লেখুন

print “Today Date is : “; Date
Time Button এর জন্য আপনাকে একটি কাজ করতে হবে আমাদের কোড উইন্ডো এর ডান পাশের উপরে cmdTime করে নিতে হবে আপনি যদি Time button ক্লিক করেন তাহলে এটি ঠিক ভাবেই cmdTime  আসবে । আর যদি না আসে তাহলে নিচের ছবিটা দেখুন

তারপর কোড টি লেখুন

print “Time is : “; Time

Clear Button এর জন্য
Cls
Exit Button এর জন্য
End
আমাদের কাজ শেষ এখন রান করুন F5 বা Run button ক্লিক করে Start এ ক্লিক করুন । তাহলে নিচের মত ছবি আসবে
এখন Date button এ ক্লিক করুন এবং Time Button এ ক্লিক করুন তাহলে দেখবেন Date এবং Time দেখাচ্ছে এ রকম ।
সবাইকে ধন্যবাদ কোন ভুল হলে ক্ষমা করবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Media Partner Team Error