কেমন আছেন সবাই নিশ্চয় ভাল । সাবাইকে আমার সালাম ।আমরা আমাদের আগে শিখেছিলাম একটি প্রোজেক্ট যার কাজ ছিল বতমান দিন এবং বতমান সময় প্রিন্ট করা । আজ কে আমরা আমদের আগের প্রজেক্ট টা আরো সুন্দর করব এবং তার সাথে অনেককিছু যোগ করব বিভিন্ন ধাপে । তাহলে চলুন শুরু করি আজকের টিউন । আমি আগেই ক্ষমা নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে কারণ আজকের অধ্যায়- আমি অনেক চেষ্টা করে ও ছোট করতে পারি নি ।
শুরু করি আমাদের আজকের পর্ব
আজকে আমরা আমদের আগের প্রোজেক্ট টা নিয়ে কাজ করব । তাই অধ্যায়- ২ এর প্রোজেক্ট টা ওপেন করুন যেখানে আপনি প্রোজেক্ট টা সেভ করেছিলেন । এখন আমরা প্রোজেক্ট টাকে Modify করব ।
আমাদের আগের প্রোজেক্ট টিতে শো করত দিন এবং সময় । কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এই যে শো করা দিন এবং সময় সেটাকে দেখতে কেমন যেন লাগে ( বেশী ভাল লাগে না মনে হয় ) .
একটি কোণায় পরে থাকে দিন এবং সময় । সে জন্য আজকে আমরা আমাদের এক কোণায় দিন এবং সময় যদি পরে না থাকে সেজন্য আমরা নিদিষ্ট একটা জায়গায় ঠিক করে দেব যাতে প্রোজেক্ট টা দেখতে সুন্দর লাগে ।
১ আগের প্রোজেক্ট টাতে নতুন ২টি টেক্সটবক্স যুক্ত করব। প্রথমে আপনি টুল বক্স থেকে টেক্সট টুলটি সিলেক্ট করে ফর্ম এ ২টি টেক্সটবক্স যোগ করুন ।নিচের ছবির মত।
২ আমরা যে ২টি টেক্সটবক্স নিয়েছি তার প্রথমটিকে সিলেক্ট করে প্রপার্টিজ উইন্ডো এর ( টেক্সট ১ এর জন্য ) Name এর পাশে txtDate লিখুন এবং Text এর পাশে খালি রাখুন । এর রকম ভাবে ২টি করুন । ।নিচের ছবির মত।
Object Property Setting
Text1 NameText txtDateখালি
Text2 NameText txtTimeখালি
৩ এখন আমাদের কোড ঠিক করতে হবে ।
Date বাটন এ ক্লিক করে কোড উইন্ডো তে আগের কোড টি মুছে নতুন কোড যোগ করতে হবে txtDate.Text=Date এভাবে
Time এর জন্য txtTime.Text=Time
Clear এর জন্য
txtDate.Text=” “
txtTime.Text=” “
উপরে ২টি কোড লেখার কারণ হচ্ছে Clear button এ ক্লিক করলে Date and Time মুছে যাবে ।( আগের কোড এ লিখেছিলাম cls )
End এর জন্য
End
প্রোজেক্ট টি মডিফাই করার পর সেভ করুন । সেভ করা শেষ হলে Run করুন । Run করলে নিচের ছবির মত দেখাবে ।
এখন আবার লক্ষ্য করুন রান করলে শুধু দিন এবং সময় দেখাচ্ছে কিন্তু কোনো লাইন দেখাচ্ছেনা ( যেমন Today date is……) এমন কিছু দেখায় না ।এটা ও ভাল লাগেনা । তাহলে চলুন এটা কে আরো সুন্দর করি ।
লেবেলের ব্যবহার
আমরা যদি এটাকে আরো সুন্দর করতে চায় তাহলে লেবেল টুল এর দরকার ।
১ টুল বক্স থেকে লেবেল টুল টি নেন।
২ নিচের ছবির মত করে ২টি লেবেল নিন ।
৩ এখন লেবেল প্রপার্টিজ এর কাজ করতে হবে ।প্রথম লেবেটিকে সিলেক্ট করে নিচের দেখানো মত করে করুন ।২টি এর জন্য ঠিক একিভাবে করুন ।
Object Property Name Setting
Label 1 Name,Caption lblDate,Today’s date is , Visible =True
Label 2 Name,Caption lblTime,Time is, Visible =True
৪ সবকিছু ঠিক ভাবে করলে Ok
৫ এখন রান করুন
আসুন প্রোজেক্ট টিকে আরো সুন্দর করি ।
আমরা দেখেছি যে আমাদের ফর্ম এ Today data is বা Time is এই লাইন গুলো সবসময় থাকে এমনকি আমরা যখন Clear button এ ক্লিক করলে ও Today date is or Time is এই লাইন গুলো মুছে না কেবল টেক্সট বক্স এর লেখা মুছে যায় । কিন্তু আমাদের ইচ্ছা হল যে আমরা কেবল Date button বা Time button এ ক্লিক করলে লেবেল শো করবে Today date is বা Time is এগুলো । সেজন্য আমাদের কোড টিকে আরো কিছু যোগ করতে হবে ।
Date এর জন্য আগের কোড টিকে ঠিক রেখে এই কোড টি লেখুন
lblDate.Visible=True
Time এর জন্য আগের কোড টিকে ঠিক রেখে এই কোড টি লেখুন
lblTime.Visible=True
Clear এর জন্য আগের কোড টিকে ঠিক রেখে এই কোড টি লেখুন
lblDate.Visible=False
lblTime.Visible=False
end এর জন্য শুধু আগেরটাই
end
এখন আবার লেবেল ১ বা Date নামে যে লেবেলটা দিয়েছেন তা সিলেক্ট করে প্রপার্টিজ উইন্ডো তে Visible False করে দিন ।
সবকিছু ঠিক ভাবে করলে রান করুন
Date এ ক্লিক করুন Data দেখাবে
Time এ ক্লিক করুন সময় দেখাবে
এখন clear Button এ ক্লিক করুন দেখবেন সব মুছে গেছে।
সবাইকে ধন্যবাদ কোন ভুল হলে ক্ষমা করবেন ।
কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করবেন
সবাইকে ধন্যবাদ কোন ভুল হলে ক্ষমা করবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন