Breaking News

বুধবার, ২৬ মার্চ, ২০১৪

আজ শিখবেন একটি থামা ঘড়ি (stop watch) বানানো .........



প্রথমে new project  > standard EXE




কার্যাবলী :

১.এরপর একটি Label নিন এবং caption এ লিখুন 0.00এছাড়া প্রয়োজনমত font & size করুন Font হতে ।

২. এরপর তিনটি Comm and button নিন । ১ম টির নাম দিন Start , ২য় টির Stop , ৩য় টিকে Reset নাম দিন caption হতে ।

৩. একটি Timer নিন যার প্রোপাটাইজে গিয়ে Enabled =False করে দেন।  (যেখানে ইচ্চা দিন এটা শুধু code এর ক্ষেত্রে লাগবে Design মোডে দেখাবে না F5 চেপে পরীক্ষা করুন )



    এবার Timer এর উপর ডাবল ক্লিক করে নিচের কোড টুকু লিখুন

Label1.Caption = Label1.Caption + 0.01

    এরপর start এর উপর ডাবল ক্লিক করে নিচের কোড টুকু লিখুন

Timer1.Enabled = True

    stop এর উপর ডাবল ক্লিক করে নিচের কোড টুকু লিখুন

Timer1.Enabled = False

    Reset এর উপর ডাবল ক্লিক করে নিচের কোড টুকু লিখুন
Timer1.Enabled = False
label1.caption="0.00"

এবার Timer এর উপর একটি ক্লিক করে ডানপাশ হতে interval   1 দিন

সর্বশেষ F5 চেপে পরীক্ষা করুন !

Code বিশ্লেষণ  :

১.Label এ যে caption 0.00 দেওয়া হয় টা হচ্ছে কোথা হতে শুরু হবে  ।

২. Timer এ যে ( Label1.Caption = Label1.Caption + 0.01) লিখার কারন হচ্ছে 0.00 সাথে 0.01 যোগ হবে (0.00+0.01) এভাবে গুনবে ।

৩. আর Start এ timer enable ও stop এ timer disable করা হয়েছে ।

আশা করি সবাই বুঝতে পেরেছেন ।

কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ

২টি মন্তব্য:

Media Partner Team Error