Breaking News

বুধবার, ২৬ মার্চ, ২০১৪

ভিজুয়াল বেসিক কি ?

     

 ভিজুয়্যাল বেসিক প্রোগ্রামিং – কম্পিউটার এ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে । যেমন সি, সি++, জাভা ইত্যাদি। তেমনি একটি প্রোগ্রামিং ভাষা হল ভিজুয়্যাল বেসিক Beginner’s  all-purpose Symbolic Instruction Code এর সংক্ষিপ্ত রূপ হল বেসিক । ১৯৬৪ সালে মাকিন USA  এর ডাটামাউথ কলেজের ২জন অধ্যাপক জি কেমেনি ও টমাস ই কাটজ প্রথম বেসিক ভাষার প্রবতন করেন
বিশ্বখ্যাত মাইক্রোসফট কতিক প্রণীত GUI ( Graphical User Interface) পরিবেশের জন্য বেসিক ল্যাঙ্গুয়েজ এর আধুনিক ভার্সন হল ভিজুয়্যাল বেসিক ।সহজ ল্যাঙ্গুয়েজ ,ডিবাগিং, একটিভ এক্স লাইব্রেরী ব্যবহার ও অন্যান সুযোগ ভিজুয়্যাল বেসিক কে অনেক খ্যাতি এনে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Media Partner Team Error